আন্তর্জাতিক ডেস্ক : বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার নজিরবিহীন ধর্মঘট পালন করেছেন যুক্তরাজ্যের এক লাখের বেশি নার্স। তারা দেশের নার্সদের অন্যতম প্রধান সমিতি রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন) ইউনিয়নের সদস্য। আরসিএন-এর ১০৬ বছরের ইতিহাসে এটিই প্রথম ধর্মঘট। দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেতন-ভাতা নিয়ে সরকারের সঙ্গে বিরোধের পর এই ধর্মঘট পালন করেন নার্সরা।
যুক্তরাজ্যে বর্তমানে মুদ্রাস্ফীতির হার ১০ শতাংশের বেশি। এটি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি নিউ ইকোনমিক ফাউন্ডেশনের এক গবেষণা বলছে, দুই বছরের মধ্যে দেশটির ৪৩ শতাংশ পরিবার তিনবেলা যথাযথভাবে খেতে পারবে না। ইতিমধ্যেই অনেক পরিবার তাদের খাবারের মেন্যুতে কাটছাট করেছে।
সূত্র: ডয়েচে ভেলে
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪৮