আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে একটি ভয়াবহ টর্নেডো আঘাত হানে। এতে একটি শিশু মারা গেছে এবং তার মা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও একাধিক বাড়ি এবং একটি বন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্যাডডো প্যারিশ শেরিফ। কেএসএলএর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শেরিফ জানিয়েছেন, বাড়ি থেকে প্রায় দেড় মাইল দূরে শিশুটির লাশ পাওয়া গেছে। তিনি এ ঘটনাকে তার দেখা সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলেছেন। শিশুটির মায়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।
শেরিফের কার্যালয়কে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈদ্যুতিক লাইন এবং গাছ ভেঙে পড়েছে।
ঝড়ের পর কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অবস্থা যাচাই করে দেখছেন। বিপজ্জনক ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করেছে, এতে উটাহ অঙ্গরাজ্যের ২২ জন আহত হয়েছে।
এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে শক্তিশালী টর্নেডোর একটি সিরিজ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাস অঙ্গরাজ্যে আঘাত করেছিল।
যুক্তরাষ্ট্রে বিধ্বংসী আবহাওয়া এবং টর্নেডোর ঘটনা প্রায়ই ঘটে থাকে। সবচেয়ে বেশি ঝড় আঘাত হানে কানসাস, ওকলাহোমা এবং টেক্সাস অঙ্গরাজ্যে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পাঁচটি রাজ্যে রাতভর কয়েক ডজন বিধ্বংসী টর্নেডো আঘাত হানে। সে সময় কেনটাকি অঙ্গরাজ্যে কমপক্ষে ৭৯ জন মারা গিয়েছিল।
সূত্র : এনডিটিভি
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫