স্পোর্টস ডেস্ক : আল বায়েতে স্বপ্ন ছোয়ার মাত্র দুই ধাপ দূরে ফ্রান্স ও মরক্কো। ১৯৭৪ সালে নতুন ট্রফির প্রবর্তনের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের মধুর অপেক্ষা ফরাসিদের। মুদ্রার উল্টোপিঠে আফ্রিকান আরব্য রূপকথা লিখতে প্রস্তত মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠে এরইমধ্যে ইতিহাস গড়ে ফেলেছে দ্য অ্যাটলাস লায়ন্স। তবে, সেখানেই তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ ওয়ালিদ রেগরাগুয়ের তরুণ তুর্কিরা। লুসাইলের ফাইনালে চোখ তাদের।
মরুর বুকে অঘটনের বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ, জায়ান্ট কিলারসহ নানা বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে আশরাফ হাকিমিদের । ২৬ জনের স্কোয়াডে ১৪ জন ফুটবলারই ইউরোপের বিভিন্ন দেশে জন্ম ও বেড়ে ওঠা। তবে, হৃদয় উজার করে তারা খেলছেন মরক্কোর জন্য। অতীতে ফরাসি ঔপনিবেশিক মরক্কো এবার হুঙ্কার দিয়েছে তাদের অতীতের শাসক ফ্রান্স বধের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র, এরপর মরক্কোর দাপটে কেপেছে বেলজিয়াম, স্পেন সবশেষ শিকার পর্তুগাল।
এতগুলো কঠিন বৈতরণীর পর নিজেদের জায়ান্ট কিলার মানতে চাননা মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই। তিনি নিজেও জন্মসূত্রে ফ্রান্সের নাগরিক। ফরাসিদের ফেবারিট মানলেও মরক্কোকে ফাইনালের দাবিদার মনে করছেন কোচ। কার্ডের কারণে নেই ওয়ালিদ চেদিরা। ইনজুরিতে অনিশ্চিত নুসাইর মাজরাউই, নায়েফ ও রোমেইন সিসের খেলা। এই ম্যাচে মরক্কোর সম্ভাব্য ফরমেশন ৪-৩-৩।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪