মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

ডিএসইতে ১২০ কোটি টাকার লেনদেন বেড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে গতকাল লেনদেন প্রায় ১২০ কোটি টাকা বেড়েছে। তবে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। 

গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে ছয় হাজার ২৩৯ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৪ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে দুই হাজার ২০৫ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৬ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার ১৬টি শেয়ার ৭০ হাজার ৪৬০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত ছিল ২৪৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সালভো কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির ৪০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৩৪ কোটি ৮৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৩২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৪ কোটি ৬৫ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ৩০ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ১৩ কোটি ৩০ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৩ কোটি এবং আমরা টেকনোলজিস লিমিটেডের ১১কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit