স্পোর্টস ডেস্ক : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে তিতের শিষ্যরা। ম্যাচটি ব্রাজিলের জন্য নিয়মরক্ষার। জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারলে সেটা হবে বাড়তি আত্মবিশ্বাস। পরিসংখ্যানও কথা বলছে ব্রাজিলের পক্ষেই।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-ক্যামেরুন। দুইবারই জিতেছে ব্রাজিল। ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ক্যামেরুনের মুখোমুখি হয়ে ব্রাজিল জিতেছিল ৩–০ গোলে। এরপর দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৪ বিশ্বকাপে। ঘরের মাঠে সেই লড়াইয়ে ক্যামেরুনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। তাই বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের মোট গোল ৭টি।
বিশ্বকাপ ছাড়া আরও ৪টি ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয়েছে ব্রাজিল। এর মধ্যে দুটি প্রীতি ম্যাচ, অন্য দুটি ম্যাচ ফিফা কনফেডারেশনস কাপে। ১৯৯৬ সালের প্রীতি ম্যাচে ২–০ গোলে জিতেছিল স্বাগতিক ব্রাজিল। ২০০১ কনফেডারেশনস কাপে ব্রাজিল জিতেছিল ২–০ গোলে। কিন্তু ২০০৩ কনফেডারেশনস কাপে ক্যামেরুনের কাছে তারা ১–০ গোলে হেরে যায়। ২০১৮ সালে প্রীতি ম্যাচে ১–০ গোলে জিতেছে ব্রাজিল।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮