ডেস্ক নিউজ : রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। ২৯ নভেম্বর বেলা ১২টায় আফতাবনগর মেইন রোড সংলগ্ন সিরাজ কনভেনশনে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেই জায়গার মালিক মো. সিরাজ, স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল ইসলাম রাসেল , জোনাল ম্যানেজার অপারেশন জায়েদ ইমামসহ আরো অনেকে। এটি স্বপ্ন’র ২৭০তম আউটলেট।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩ টি জেলায়। আফতাবনগরের মেইন রোডে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।
স্বপ্নর নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৮৪৭-২৬৫১৫১ নম্বরে।
নতুন আউটলেটের ঠিকানা : ব্লক : সি ৩৯/ ৩৯/১, আফতাবনগর মেইন রোড, বাড্ডা, ঢাকা।
কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮