ডেস্কনিউজঃ ম্যাচের শুরুতেই বড় ধরনের ধাক্কা খায় ইরান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটেই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক আলিরেহা বেইরানভান্ড। নিজ দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথা ঠুকে যায় তার। তাঁর পরিবর্তে মাঠে নামেন হোসেইন হোসেইনি। গোলরক্ষককে হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পরে এশিয়ার দেশটি।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা ইংল্যান্ড যদিও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ২৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা। ডান দিক থেকে বুকায়ো সাকার পাসে ছয় গজ বক্সের কোণা থেকে পাশের জালে বল মারেন ম্যাসন মাউন্ট। তিন মিনিট পর এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের হেড লাগে ক্রসবারে। একটু পরই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় তারা।
লুক শর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। কর্নার থেকে ডি-বক্সে ম্যাগুইয়ারের হেড পাসে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন আর্সেনালের তরুণ ফরোয়ার্ড।
প্রথমার্ধের ১৪ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসিয়ে দেন স্টার্লিং। কেইনের নিচু ক্রসে ভলিতে গোলটি করেন চেলসির স্ট্রাইকার।
কিউএনবি/বিপুল/২১.১১.২০২২/রাত ৮.৫২