ডেস্ক নিউজ : ম্যাচের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেলো ইরান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটেই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক আলিরেহা বেইরানভান্ড। নিজ দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথায় ঠুকে যায় তার।
তাঁর পরিবর্তে মাঠে নামেন হোসেইন হোসেইনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়তে চাইছিলেন না আলিরেজা। ডাগ আউট থেকে কোচও নির্দেশনা দিচ্ছিলেন গোলরক্ষক পরিবর্তনের, বদলি গোলরক্ষক হোসেন হোসেইনিকে প্রস্তুতও করেন মাঠে নামানোর জন্য। কিন্তু আলিরেজা ছাড়তে চাইছিলেন না মাঠ। খেলবেন বলে পাল্টে ফেলেন রক্তাক্ত জার্সি।
কিন্তু মাথার আঘাতটি গুরুতর হওয়ায় মিনিট দুয়েকের মাথায় আর দাঁড়াতেই পারলেন না এই ইরানিয়ান গোলরক্ষক। মাঠে শুয়ে পড়া এই গোলরক্ষককে মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে করেই।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫