ডেস্ক নিউজ : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার দেশের রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত করেছিল। তাদের কার্যকলাপের তিক্ত অভিজ্ঞতায় আওয়ামী লীগ ত্যক্ত। তত্ত্বাবধায়ক সরকার জাতির জন্য কাঙ্ক্ষিত সুফল বয়ে আনেনি। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বাধীন নির্বাচন কমিশন বনাম তত্ত্বাবধায়ক সরকারের প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
গোলটেবিল বৈঠকটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সাবেক পুলিশ প্রধান শহীদুল হক বলেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল ঘোষণা করেছে। আবার সেই বিষয়কে নতুন করে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই। বরং নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।
বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে আসবেন না, এইটা কোনো ভালো চিন্তা না। সরকারের সঙ্গে বসতে হবে। আপনারা রূপরেখা দেন, আমরা নির্বাচনকালীন সরকারে এমনটা করতে চাই। আপনারা দুই দল বসেন। জনগণকে বাঁচান। ’
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে আন্তরিক এবং বিরোধী দলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সাবেক আইজিপি। তিনি বলেন, ‘সবাই মিলে জাতিকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে দৃঢ় হতে হবে। ’
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিনের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদ, রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল হাসান কলিমুল্লাহ প্রমুখ।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮