আন্তর্জাতিক ডেস্ক : কোরিয়া, ভিয়েতনাম, ইরাক, যুগোস্লাভিয়া এবং আরো অনেক স্থানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কারণে অসংখ্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের জন্যও প্রস্তাব আনা হবে―এমন প্রত্যাশা জানিয়েছে ঢাকায় রাশিয়া দূতাবাস। গত সোমবার জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঢাকায় রাশিয়া দূতাবাস মঙ্গলবার ফেসবুক বার্তায় ওই প্রত্যাশা জানায়।
গত সোমবার রাতে নিউ ইয়র্কে সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ‘ইউক্রেনে আগ্রাসন ও ক্ষতিপূরণ’ শীর্ষক ওই প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হয়। সেখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বাংলাদেশ। ঢাকায় রাশিয়া দূতাবাস জানিয়েছে, বাংলাদেশসহ ৭৩টি দেশ প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছে। প্রস্তাবের বিরোধিতা করে ‘না’ ভোট দিয়েছে ১৪টি দেশ। ৯৪টি দেশ পক্ষে ভোট দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার বিচারে প্রস্তাবটি গৃহীত হয়েছে।
ঢাকায় রাশিয়া দূতাবাস ফেসবুক বার্তায় ভোটের ফল বিবরণী তুলে ধরে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। রাশিয়া দূতাবাস বলেছে, চাপ, হুমকি ও জবরদস্তি সত্ত্বেও জাতিসংঘের অর্ধেকের বেশি সদস্য রাষ্ট্র পশ্চিমাদের উদ্যোগে আনা খসড়া প্রস্তাবকে সমর্থন করেনি। বিতর্কের সময় তারা কত অপ্রীতিকর জিনিস শুনেছে! এগুলো তারা প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। রাশিয়া দূতাবাস জানায়, যারা সারা বিশ্বের ওপর তাদের মনমতো তথাকথিত শৃঙ্খলাভিত্তিক ব্যবস্থা চাপিয়ে দেয়, তাদের জন্য এটি একটি ফাঁস। তবে অবশ্যই তারা এটা স্বীকার করতে চাইবে না।
রাশিয়া দূতাবাস বলেছে, জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের মাধ্যমে অ্যাংলো-স্যাক্সনরা স্পষ্টতই বেআইনিভাবে জব্দ করা রুশ সম্পদ চুরির জন্য আইনি ভিত্তি খোঁজার চেষ্টা করেছে। রাশিয়ার প্রত্যাশা, ওই দেশগুলো কোরিয়া, ভিয়েতনাম, ইরাক, যুগোস্লাভিয়া এবং অন্য স্থানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কারণে অসংখ্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের জন্যও একই সুপারিশ গ্রহণ করুক।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮