স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভের লড়াই শেষে আজ শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। যেখানে প্রথম সেমিফাইনালে মুখোমুখি একবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথমে বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে আসেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে।
প্রথম বল ৪ মেরে শুরু করলেও পরের বলে এলবিডব্লিউর শিকার হন ফিন এলেন, সেটা অবশ্য রিভিউতে আম্পায়ার নাকচ করে দেন। তবে পরের বলে আর রক্ষা নেই। শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অ্যালেন। অ্যালেনের সংগ্রহ ৩ বলে ৪ রান। এরপর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক কেন উইলিয়ামসন। শাদাবের হাতে রান আউট হয়ে ফিরে গেলেন ডেভন কনওয়ে। ব্যাটে আসছে ফিলিপিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪ রান। পাকিস্তান ম্যাচে জয় পেলে তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে। অন্যদিকে নিউজিল্যান্ড জয় পেলে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
দুর্দান্ত দাপটের সঙ্গে গ্রুপ ওয়ান থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে নানা সমীকরণের পর গ্রুপ টু থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে টস জিতে আগে ব্যাটিং করা দল। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যে পিচে খেলেছিল সেখানেই অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। আসরে সিডনি ক্রিকেট গ্রাউন্ড দুদলের জন্যই সৌভাগ্যের। এখানে অপরাজেয় দুদল। তবে এবার যে কোনো একদল হাসবে শেষ হাসি।
কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪