স্পোর্টস ডেস্ক : পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এখন উত্তেজনায় টুইটম্বুর। এই উত্তেজনার মধ্যে দুই দলের সমর্থকদের মাঝেই কৌতূহল রয়েছে অস্ট্রেলিয়ায় বৃষ্টির এই মৌসুমে ম্যাচের সম্পূর্ণ খেলা হয় কিনা?
কারণ, বৃষ্টির কারণে নিশ্চিত জেতা ম্যাচ পরিত্যাক্ত হওয়ার দক্ষিণ আফ্রিকার মতো হট ফেভারিট দল বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচটি এই মাঠে একই উইকেটে অনুষ্ঠিত হয়েছিল। এই মাঠে রানের বন্যা হবে বলে ধারণা ক্রিকেট বিশ্লেষকদের।
আবহাওয়ার রিপোর্টের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, ম্যাচে ৮% থেকে ২৪% সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। সিডনিতে আজকের তাপমাত্রা ২২ ডিগ্রি সে. । আজকের ম্যাচে জিততে হলে প্রথমে ব্যাট করা দলকে অন্তত ১৭০ থেকে ১৮০ রান করতে হবে।
এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে হট ফেভারিট অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন দুর্দান্তভাবে শুরু করে কিউইরা। দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে হারায় শ্রীলংকাকে। তবে ইংল্যান্ডের কাছে ২০ রানে হেরে যায় উইলিয়ামসন বাহিনী। আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে টস জিতে আগে ব্যাটিং করা দল।
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩