আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হলেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে আলেক্সান্দ্রিয়া সর্বকনিষ্ঠ নারী হিসেবে জয় পেয়ে ইতিহাস গড়েছিলেন।
কংগ্রেসে নির্বাচিত হওয়ার পর থেকেই আলেক্সান্দ্রিয়া ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী মূল্যের আবাসন এবং অভিবাসন সংস্কারের মতো সমস্যা নিয়ে সরব।
গতকাল ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী টিনা ফোর্টেকে হারিয়েছেন ৩৩ বছর বয়সী আলেক্সান্দ্রিয়া। পুনর্নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর আলেক্সান্দ্রিয়া সমর্থকদের ধন্যবাদ দিয়ে বলেছেন, তাদের সমর্থনের কারণেই নতুন ধরনের শাসন ব্যবস্থা পরিচালনা সম্ভব।
সূত্র : ইয়াহু
কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১