আন্তর্জাতিক ডেস্ক : এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় চ্যানেলের জন্য লাইভ করছিলেন চিলির এক সাংবাদিক। লাইভের মধ্যে তার ইয়ারফোন ছিনতাই করে পালাল এক টিয়া। মাঝপথেই ভেস্তে যেতে বসেছিল লাইভ। শেষ পর্যন্ত অবশ্য রক্ষা পান সাংবাদিক। খবর আরটিইর।
নিকোলাস ক্রাম নামে ওই সাংবাদিক কাজ করেন চিলির চিলিভিশন নামে একটি চ্যানেলে। সেই চ্যানেলের জন্যই লাইভ করছিলেন নিকোলাস। লাইভে তিনি জানাচ্ছিলেন, নির্দিষ্ট কিছু এলাকায় বেড়েছে ডাকাতি। তখনই এক টিয়া এসে বসে তার কাঁধে। এর পর কান থেকে ইয়ারফোন খুলে নিয়ে পালিয়ে যায়। অন্য কানে লাগানো ইয়ারফোন দিয়েই কোনোমতে লাইভ চালিয়ে যান তিনি।
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮