বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে তানজিন বেশ জনপ্রিয়। নিত্য নতুন ছবি পোস্ট করেন। আর অমনি ভক্তরা হুমড়ি খেয়ে মন্তব্য করেন। নানা মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স। যদিওবা এদিকে একেবারেই নজর দেন না অভিনেত্রী। তবুও নেটিজেনদের প্রিয় অভিনেত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা অব্যাহত থাকে।
কদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন তিশা। সেসব ছবি নেটিজেনদের প্রচুর প্রতিক্রিয়া পেয়েছিল। ২০১৮ সালেও কাশ্মীরের লাদাখে গিয়েছিলেন, ইমরানের সঙ্গে একটি গানের ভিডিওতে অভিনয়ের জন্য। তবে এবার কার সঙ্গে গিয়েছিলেন সেটা জানা যায়নি।
এরপর ডাল লেক, পাহালগামসহ কাশ্মীরের দৃষ্টিনন্দন সকল জায়গা থেকে নজরকাড়া ছবি পোস্ট করে ফেসবুকে উত্তাপ ধরে রেখেছিলেন।
সবশেষে তানুজিন তিশাকে নিয়ে আলোচনা শুরু হয় মেক্সিকো সীমান্তের শেষপ্রান্তের শহর ক্যানকুনের সৈকতে। সেখানে বেশকিছু ছবি তোলেন তানজিন। তিশা। নজর কাড়ে নেটিজেনদের। ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘হেই মাই লাভ। ’ নেটিজেনরা এই ক্যাপশন ধরেই প্রশ্ন তুলেছেন কার সঙ্গে গিয়েছেন। অবশ্য ছবিতে ভালোবাসার ইমোজি যুক্ত করতে কেউ ভুলছেন না।
নিউ ইয়র্কে তিশা
একইসঙ্গে প্রশ্ন ওঠে কার সঙ্গে মেক্সিকো গিয়েছেন তিশা, ছবি কে তুলে দিয়েছেন? সে প্রশ্নের উত্তর মিললো আজ। নিউ ইয়র্কের বহুতল ভবনে বেশকিছু রঙিন ছবি তলেছেন। আর আলোকচিত্রীর নামও উল্লেখ করে দিয়েছেন এবার। তিনি আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মেহজাবীন চৌধুরীই হলেন তানজিন তিশার ‘হেই মাই লাভ। ’
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮