স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাটে দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মোহাম্মদ হারিস। অভিষেকেই তিনি ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। হারিস-বাবর জুটি ভাঙলে বিপদে পড়ে পাকিস্তান।
১০০ রানের আগে ৫ উইকেট হারানো পাকিস্তানের জন্য সম্মানজনক পুঁজি এনে দেন ইফতিখার আহমেদ আর শাদাব খান। দুজনের জোড়া ফিফটিতে ভর করে পাকিস্তানও পায় ৮ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪