স্পোর্টস ডেস্ক : গ্রুপ ‘এ’ থেকে রাউন্ড অব সিক্সটিনের হিসাব চুকে গেছে আগেই। সামান্যতম সমীকরণ আছে কেবল গ্রুপ সেরা হওয়ার দৌড়ে। তবে নাপোলি গোল ব্যবধানে এতটাই এগিয়ে যে শীর্ষে যেতে হলে লিভারপুলকে জয় যেমন পেতেই হবে, একই সঙ্গে পূরণ করতে হবে গোলের হালি! তবে এ বিষয় নিয়ে খুব একটা বিচলিত নন ইয়র্গেন ক্লপ; বরং দলের ছন্দ ধরে রাখাতেই মনোযোগ তার। মৌসুমের শুরু থেকেই অলরেড শিবিরে ইনজুরির মিছিল এখনও ছোট হয়নি। লুইস দিয়াজ, দিয়াগো জটা, জোয়েল ম্যাতিপ ও আর্থার আছেন মিসিং লিস্টে।
গ্রুপ লিডার নাপোলি আছে ব্যাপক ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের জয়ের ট্রেন চলছে দুর্বার গতিতে। প্রথম লেগে লিভারপুলকে বড় ব্যবধানে হারের তিক্ততায় ডুবিয়েছিল তারা। এই ম্যাচটা অ্যানফিল্ডে হলেও অনুপ্রেরণা আসছে সেখান থেকে। যদিও ছোটখাটো ইনজুরি আছে লুসিয়ানো স্প্যালেত্তির স্কোয়াডে।
গ্রুপ ‘সি’-এর ম্যাচে একই সমীকরণ নিয়ে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলান। নামে হাইভোল্টেজ হলেও এই ম্যাচের হিসাব আরও পানসে। পয়েন্ট ব্যবধানে বাভারিয়ানরা এতটাই এগিয়ে যে ইন্টারের পক্ষে সেটা টপকে শীর্ষে ওঠার কোনো সম্ভাবনা নেই। তাই ম্যাচটা একেবারেই নিয়ম রক্ষার।
চলতি মৌসুমেও দুর্দান্ত চলছে বায়ার্নের মাঠের লড়াই। গ্রুপপর্বে শতভাগ জয় তুলে নেয়া এই দলটা এই ম্যাচেও তেমনই ছক কষছে। তবে নাগেলসম্যান চিন্তিত ইনজুরির লম্বা তালিকা নিয়ে। চোট থাকায় মাঠে নামতে পারবেন বাউনা সার, নুয়ের, লিরয় সানে, মুলার ও হর্নান্দেস। তারপরও সাইড বেঞ্চ নিয়েই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্বাগতিকরা।
ইন্টার মিলানের জন্য ম্যাচটা প্রতিশোধের। ইতালিতে গিয়ে তাদের হারের তিক্ততা দিয়ে এসছিল বায়ার্ন মিউনিখ। ইনজুরিজর্জরিত দলটার বিপক্ষে তাই জয়ের স্বপ্ন বুনছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজরা। যদিও অ্যালিয়েঞ্জ গিয়ে এই কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং হবে, তা মানছেন ইনজাগি। তারপরও জয় নিয়ে নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য ইন্টারের।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০