ডেস্ক নিউজ : উচ্চ আদালতের নির্দেশ না মানায় আদালত অবমাননার অভিযোগ এনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
রাজশাহীর দুর্গাপুরের আলীপুর মডেল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামসহ ৩৫ জনের পক্ষে আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুবকর সিদ্দিক রাজন রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠান।
আইনজীবী আবুবকর সিদ্দিক বলেন, ‘আদালতের নির্দেশ ছিল ২০০৮ সালের ১২ নভেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ১১ বছর সাত মাস ১৯ দিনের এমপিও ছাড় করতে; কিন্তু মাউশির মহাপরিচালক সেটি প্রতিপালন করছেন না। এ কারণে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে আদালতের রায় প্রতিপালন করা না হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৮