দুর্গাপুর(নেত্রকোন)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা, বিজ্ঞানকে জনপ্রিয় করা ও তাদের মানসিক বিকাশ অব্যাহত রাখার জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেহেরউল্লাহ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩