স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করে বাংলাদেশ। সেই তৃপ্তির ঢেকুর তোলার পর পরই ব্যর্থতার ভরাডুবি। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় দেখল টাইগাররা। ১০৪ রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। এমন পরাজয়ে মন ভীষণ খারাপ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।
তবে এমন বিধ্বস্ত হয়েও নিজ দল মোনার্ক পদ্মার কথা ভুললেন না। সুদূর অস্ট্রেলিয়া থেকে নিজ দলের সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন সাকিব। শুক্রবার থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হকি চ্যাম্পিয়নস ট্রফি। অংশগ্রহণকারী ৬ দলের মধ্যে আছে সাকিবের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি টিম মোনার্ক পদ্মা। ম্যাচ শুরুর একদিন আগেই নিজ দলের অধিনায়ক অধিনায়ক ইমরান হাসান পিন্টুর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন সাকিব।
এ তথ্য দিয়ে বৃহস্পতিবার ইমরান হাসান পিন্টু সাংবাদিকদের বললেন, ‘সাকিব আল হাসান বিশ্বকাপ খেলতে এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। তিনি এখন অনেক ব্যস্ত। তারপরও আমাকে ফোন করেছেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি কিছু ম্যাসেজও দিয়েছে আমাদের। আমাদের দলকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা আমাদের দল থেকেও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছি। যাতে বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলতে পারে।’
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০