আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের প্রচেষ্টারত রুশ সেনা কমান্ডারদের ‘পাগলামির’ দায়ে অভিযুক্ত করেছেন।
দোনেত্স্ক অঞ্চলে অবস্থিত বড় শহরটিতে যুদ্ধের আগে জনসংখ্যা ছিল ৭০,০০০। কয়েক মাস ধরে এটি রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খেরসন শহরে ইউক্রেনীয় সেনাদের অব্যাহতি অগ্রগতি সত্ত্বেও সেখানে রাশিয়ার সেনাদের হামলা অব্যাহত রয়েছে।
শহরটি দখল করতে পারা এখন চাপে থাকা রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয় হবে।
জেলেনস্কি কিয়েভ থেকে দেওয়া তার নিয়মিত রাতের ভাষণে বলেন, ‘এখানেই রাশিয়ার কমান্ডের পাগলামি সবচেয়ে স্পষ্ট। দিনের পর দিন, মাস ধরে তারা সেখানে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। সর্বোচ্চ মাত্রার গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে তারা। ’
জেলেনস্কির অন্যতম উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, একদিন রাশিয়ার সেনারা মধ্যাহ্নভোজের আগে বাখমুতে আটটি পৃথক আক্রমণ শুরু করে। প্রতিটি ক্ষেত্রেই তাদের পেছনে ঠেলে দেওয়া হয়।
বাখমুত শহরটির অবস্থান ইউক্রেন-নিয়ন্ত্রিত শহর স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোরস্কের দিকে যাওয়ার প্রধান রাস্তার ওপর। রাশিয়া ইউক্রেনের অন্যত্র চাপের মধ্যে থাকলেও তাদের বাহিনী সামপ্রতিক সপ্তাহগুলোতে বাখমুতের চারপাশে কিছু সাফল্য পেয়েছে। সূত্র: বিবিসি, এএফপি
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৩