ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার পুরাতন স্টিমারঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে গিয়ে সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর জানান, ভাণ্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে। উপসহকারী আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ সরবরাহ মো. এনায়েত হোসেন বলেন, কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরও দুদিন সময় লাগবে।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪