শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : ‘সংগঠনের শক্তি সংহত করি, সংগঠনের অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি’ স্লোগানকে সামনে রেখে সাংগঠনিক সপ্তাহ পালন উপলক্ষে সকল শ্রেণি পেশার মানুষের সাথে বাংলাদেশ মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। নেত্রকোনা জেলা শহরের অজহর রোডে শনিবার সন্ধ্যায় মহিলা পরিষদের জেলা শাখা এ সভার আয়োজন করে।
জেলা শাখার সহ- সভাপতি পারভীন সুলতানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শিপ্রা সিংহের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, আন্দোলন সম্পাদিকা সৈয়দা সামছুন্নাহার বিউটি, অর্থ সম্পাদক আফরোজা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু সরকার, প্যানেল আইনজীবি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান, মো. শহীদুল্লাহ, দিলোয়ারা বেগম প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮