স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া। ৮৯ রানের বিশাল এই পরাজয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সেমিফাইনালে ওঠাই কষ্টকর হয়ে গেল। কারণ বড় হারে অজিদের নেট রানরেট অনেক পিছিয়ে আছে। গ্রুপ-১-এর শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে এই রানরেট বাড়িয়ে নেওয়াটা তাদের জন্য খুবই কঠিন হয়ে গেল।
নিউজিল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়ার নেট রানরেট এখন -৪.৪৫০। টি-টোয়েন্টিতে যা খুবই কম। তাই ম্যাচ হারের পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমাদের নেট রানরেটের খুব খারাপ অবস্থা। এটা আমাদের কাছে দুর্ভাবনার বিষয়। আমাদের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে আমাদের নেট রানরেট বাড়ানোর চেষ্টা করতে হবে। না হলে পরে চাপ বেড়ে যাবে। ’
আজকের ম্যাচের প্রথম চার ওভারে ৫০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। সেখানেই অনেকটা পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। ফিঞ্চ বলেছেন, ‘প্রথম চার ওভারেই ওরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়েছিল। ফিন অ্যালেন দারুণ খেলেছে। আমাদের জন্য উইকেট তুলে নেওয়া জরুরি ছিল। কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। তার খেসারত দিতে হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে চার দিন সময় আছে। আশা করছি, সেদিন ভাগ্যের সহায়তা পাব। ’
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১:০৮