স্পোর্টস ডেস্ক : আজকের ম্যাচটি হারা বা জেতায় আরব আমিরাতের কিছু যায় আসত না। কারণ তাদের সামনে সুপার টুয়েলভে ওঠার কোনো সুযোগ নেই। অন্যদিকে বিশ্বকাপে চমক দেওয়া নামিবিয়ার জন্য আজকের ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। রানরেটে তারা নেদারল্যান্ডসের থেকে এগিয়ে ছিল। তাই জিতলেই নেদারল্যান্ডসকে টপকে তাদের সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যেত। কিন্তু ভাগ্য যেন ছিনিমিনি খেলল ডেভিড ওয়াইজদের সাথে। নাহলে পুঁচকে দলের কাছেও হারতে হয়!
প্রথম রাউন্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচে আজ নামবিয়াকে ৭ রানে হারিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৪৮ রান তাড়া করতে নেমে নামিবিয়া থেমেছে ১৪১ রানে। হাতে ছিল আরও ২ উইকেট। ৩৬ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা ডেভিড ওয়াইজ দলের পরাজয়ের পর মাঠে বসেই কেঁদে ফেলেন। তার কান্না ছুঁয়ে গেছে সবাইকে। এমনকী আইসিসি পর্যন্ত টুইটারে লিখেছে-‘ নামিবিয়ার জন্য হৃদয় ভাঙার দিন’।
ভিক্টরিয়ার গিলংয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েছিল আমিরাত। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ৪১ বলে ৫০, আর অধিনায়ক রিজওয়ান ২৯ বলে ৪৩ রান করেন। শেষদিকে বাসিল আহমেদও ১৪ বলে ২৫* রান করে দারুণ অবদান রাখেন। নামিবিয়ার এক ওয়াইজ ছাড়া কেউ রুখে দাঁড়াতে পারেননি। শেষ ওভারে দরকার ছিল ১৪ রানের। সেই অংক আর মেলেনি। রুবেন অপরাজিত থাকেন ২৪ বরে ২৫* রানে।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০