ডেস্কনিউজঃ মুম্বাইয়ের বিখ্যাত হোটেল তাজে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেখানেই বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রজার বিনি।
১৯৮৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রজার বিনি। বিসিসিআইয়ের দায়িত্ব নেয়ার আগে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন তিনি।
আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করতে যাওয়া রজার বিনি তার সহকারী হিসেবে পাচ্ছেন জয় শাহকে। দ্বিতীয় মেয়াদে বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জয় শাহ।
পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোষাধ্যক্ষ পদেও। এতদিন এই পদে ছিলেন অরুণ ধুমল। এবার তার জায়গায় এসেছেন আশিস শেলার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তিনি।
বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনি এর আগে সংগঠক হিসেবে কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। এবার গোটা ভারতের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলাবেন ৬৭ বছরের বিনি। যিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচ খেলেছেন।
এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই অধিনায়ক জানিয়ে দিয়েছেন বাংলার (পশ্চিম বঙ্গ) ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।
কিউএনবি/বিপুল/১৮.১০.২০২২/ রাত ৯.৩৯