ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম (এমপি) বলেছেন, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বলে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। বিশ্বের বুকে আজ আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। ১৯৭১ সালে জীবন ও স্বজনের মায়া ত্যাগ করে এ দেশের স্বাধীনতাকামী মানুষ দেশমাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান।
তাই মুক্তিযোদ্ধাদের কল্যাণে শেখ হাসিনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেউ যাতে গৃহহীন না থাকে, অর্থ কষ্টে না থাকে, কোনো মুক্তিযোদ্ধা যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সে লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে পিরোজপুরের স্বরূপকাঠিতে মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে ২১ বছর দেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র তারা আজও করে চলছে। মুক্তিযোদ্ধারাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি মিলে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধূরী, সাবেক উপজেলা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সচীব বীর মুক্তিযোদ্ধা এম সামসুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন, মঠবাড়ীয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.ইব্রাহীম, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। পরে সদ্য প্রয়াত নারী সংসদ সদস্য শেখ এ্যনী রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮