সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ দলের স্কোয়াডে যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে অংশগ্রহণকারী দলগুলো।  সবার আগে ঘোষণা করা হয়েছে দল। বিশ্বকাপের আগে দলগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণে নেমেছেন ক্রিকেটবোদ্ধরা।  কোন দল কত শক্তিশালী স্কোয়াড গড়েছে, তা নিয়ে আলোচনার শেষ নেই।  এ নিয়ে সমালোচনাও চলছে। 

প্রিয় তারকা দলে না থাকা নিয়ে কেউ হতাশ কেউ বা খুশি।  বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতি পোড়াচ্ছে তার ভক্ত-অনুরাগীদের। দল ঘোষণার পর থেকে তাকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধনও হয়েছে।

এদিকে পাকিস্তান দলে অভিজ্ঞ শোয়েব মালিককে না রাখায় সে দেশে তার ভক্তরাও হতাশ।

আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর।  শুরুতে ৮ দল নিয়ে প্রথম রাউন্ড। এই ৮ দল থেকে মোট চারটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ড তথা মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে।

একসঙ্গে দেখে নিন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের স্কোয়াড

প্রথম রাউন্ড: গ্রুপ-এ

নামিবিয়া
গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, ইয়ান ফ্রাইলিংক, ডেভিড ওয়াইজ, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, টাঙ্গেনি, লুঙ্গামেনি, মাইকেল ফন লিংগেন, বেন শিকোঙ্গো, কার্ল বার্কেনস্টক, লোহান লউরেন্স, হেলাও ইয়া ফ্রান্স।

নেদারল্যান্ডস
স্কট অ্যাওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোয়েলফ ফন ডার মারউই, স্টিফেন মাইবুর্গ, তেজা নিদামানুরু, ম্যা ও’দাউদ, টিম প্রিঙ্গল, ভিকরাম সিং।

শ্রীলংকা
দাসুন শানাকা (অধিনায়ক), দানুসকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিদু হাসারাঙ্গা, মহেস থিকসানা, জেফরি ভ্যান্ডারসি, চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা (ফিটনেস থাকা শর্তে), লাহিরু কুমারা (ফিটনেস থাকার শর্তে), দিলশান মধুশঙ্কা, প্রামোদ মধুশন।

স্ট্যান্ডবাই: আসেন বান্দ্রা, প্রাভিন জয়াবিক্রমা, দিনেশ চান্ডিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়ানিদু ফার্নান্দো।

আরব আমিরাত
সিপি রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকড়া, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মায়াপ্পন, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিকী, সাবির আলি, আলিশান শরাফু, আয়ান খান।

স্ট্যান্ডবাই: সুলতান আহমেদ, ফাহাদ নওয়াজ, বিষ্ণু সুকুমারান, আদিত্য শেঠি, সঞ্চিত শর্মা।

প্রথম রাউন্ড: গ্রুপ বি

আয়ারল্যান্ড
অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), মার্ক অ্যাদাইর, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলপার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।

স্কটল্যান্ড
রিচার্ড বেরিংটন (অধিনায়ক), জর্জ মুনসে, মাইকেল লিস্ক, ব্র্যাডলি হুইল, ক্রিস সোল, ক্রিস গ্রিভস, সাফিয়ান শরিফ, জস ড্যাভি, ম্যাথিউ ক্রস, কলাম ম্যাকলেয়ড, হামজা তাহির, মার্ক ওয়াট, ব্র্যান্ডন ম্যাকমুলেন, মাইকেল জোন্স, ক্রেইগ ওয়ালাক।

ওয়েস্ট ইন্ডিজ
নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ইয়ানিক ক্যারিয়াহ, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, জনসন চার্লস, অ্যালজারি জোসেফ, রেমন রেইফার, শেলডন কটরেল, ব্র্যান্ডন কিং, ওডেন স্মিথ।

জিম্বাবুয়ে
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভিরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজুরাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

স্ট্যান্ডবাই: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমানি ও ভিক্টর এনইউচি।

সুপার টুয়েলভ: গ্রুপ-১

আফগানিস্তান
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারবিশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব-উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান ঘানি।

স্ট্যান্ডবাই: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

অস্ট্রেলিয়া

অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেনে রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও অ্যালেক্স হেলস।

স্ট্যান্ডবাই: লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

নিউজিল্যান্ড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল সান্তনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, ল্যাকলান ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, মিচেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন।

সুপার টুয়েলভ: গ্রুপ-২

বাংলাদেশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুগবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।

স্ট্যান্ডবাই: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

পাকিস্তান
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।

রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ ধানি।

দক্ষিণ আফ্রিকা

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, রিজা হেন্ডরিক্স, কেশভ মাহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ওয়েন পার্নেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরিজ শামসি, ত্রিস্টান স্টাবস।

স্ট্যান্ডবাই: বিজর্ন ফরচুইন, মার্কোস জানসেন, আন্দিল পেহলুকাইয়ো।

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit