স্পোর্টস ডেস্ক : রবিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। জানালেন, আগের ছোট ছোট ভুলগুলো কমিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা।
মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের একটা ম্যাচ জেতার দরকার ছিল, আমরা কাল সেটা জিতেছি। দলের ভেতর ভালো একটা পরিবেশ ছিল। বিশেষ করে আমাদের কোচিং স্টাফ আমাদেরকে বেশ অনুপ্রাণিত করেছেন। আফিফ অনেক ভালো ব্যাটিং করেছে, তাকেও অনুপ্রাণিত করেছে, সোহান ভাইকেও করেছে। যারা ছোট ছোট অবদান রেখেছে তাদেরকেও করেছে। চাপের মধ্যে একটা ম্যাচ জেতা আমাদের দরকার ছিল। ’
নিজের ওপেনিং করা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করেছে যে আমি ওপেন করলে ভালো হবে। তাই আমি নিজেকে সেভাবে তৈরি করার জন্য চেষ্টা করছি। স্পেশালিস্ট ওপেনার হিসেবে আমার কন্ট্রিবিউটটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে হয়তো অনেক বড় রান আশা করা হয় না। তবে আমি যদি ছোট ছোট ইম্পেক্ট করতে পারি তাহলে সেটা আমার দলের জন্য ভালো হবে। ’ভুলগুলো কমিয়ে আনার চেষ্টা করছেন মিরাজ, ‘বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমরা এখানে এসেছি। এখানে ২-৩ দিন ভালো অনুশীলন করেছি, একটা ম্যাচ খেলেছি। আগে ছোট ছোট যে ভুলগুলো করতাম সেগুলো কমিয়ে আনার চেষ্টা করছি। ’
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০