জালাল আহমদ , ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জদিন।
এ উপলক্ষ্যে বাংলা একাডেমি আগামীকাল ১১ই আশ্বিন ১৪২৯/২৬শে সেপ্টেম্বর ২০২২ সোমবার সকাল ১১:০০টায় একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলায় তিনদিনব্যাপী (২৬শে সেপ্টেম্বর ২০২২ থেকে ২৮শে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত) গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থের পাশাপাশি তাঁকে নিয়ে রচিত ও সম্পাদিত গ্রন্থাবলি প্রদর্শিত হবে। গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯