স্পোর্টস ডেস্ক : অবশেষে স্বপ্নপূরণ হলো বাংলাদেশের। নবমবারের চেষ্টায় নেপালকে হারাল বাংলাদেশ। নেপালের ঘরের মাঠেই স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। অতীতের আটবারের মুখোমুখিতে ছয় হার ও দুই ড্র বাংলাদেশের। ২০১০ সালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এসএ গেমসের ম্যাচে ১-০তে হেরেছিল স্বাগতিকরা।
একই বছর কক্সবাজারে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনাদের হার ৩-০ গোলে। ২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ১-০, দুই বছর পর শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসে ৩-০ গোলে। ২০১৯ সালে নেপালের বিরাটনগরে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেও একই ব্যবধানে হার দেখেছেন সাবিনারা। ২০১৮ সালে মিয়ানমারে অনুষ্ঠিত অলিম্পিক বাছাইপর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
এছাড়া ঢাকায় অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচের একটি গোলশূন্য ড্র হলেও অন্যটিতে সফরকারীদের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার আর সেই পথে হাঁটতে হয়নি কোচ গোলাম রব্বানী ছোটনের শীষ্যদের। খেলার ১৪ মিনিটেই বদলি খেলোয়াড় শামসুন্নাহারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৪১ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন কৃষ্ণা রানী সরকার। নেপালের হয়ে ৭০ মিনিটে একমাত্র গোলটি করেন আনিতা বেসন্ত।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২০