জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সময়সীমা আগামী ০২ অক্টোবর, ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতিপূর্বে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সর্বশেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। কিন্তু ৩০ সেপ্টেম্বর ২০২২ ছুটির দিন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধিবদ্ধ ৪৬(৬) ধারা অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি করা হয়।
আজ ১৯ সেপ্টেম্বর (২০২২) সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ০২ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে জনতা ব্যাংক লিঃ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, টিএসসিতে নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন।
রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন পত্রের সঙ্গে ডিগ্রি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দকে তাদের ডিজিটাল আইডি কার্ড সংগ্রহের জন্য অফিস চলাকালীন প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮