ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির নেতৃত্বে আন্দোলন করবে এলডিপি, নাগরিক ঐক্য ও জামায়াত। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায়সভায় তিন দলের জ্যেষ্ঠ নেতারা এই অভিন্ন বক্তব্য রাখেন। তারা বলেন, দুঃশাসন থেকে মুক্ত হতে হলে সবাইকে বিএনপির নেতৃত্বে মাঠে নামতে হবে। ‘দেশের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে এলডিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ।
অলি আহমদ বলেন, বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা চেষ্টা চলছে। এসংক্রান্ত আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। কিভাবে আন্দোলন হবে, তার রূপরেখা যেকোনো দিন জাতির সামনে বিএনপি দেবে। সেই রূপরেখার সঙ্গে তাঁরা একমত। অলি আহমদ আরো বলেন, গতকাল বুধবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেননি প্রধানমন্ত্রী। তিনি যে আশা নিয়ে ভারত গিয়েছিলেন, তা প্রতিফলিত হয়নি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগেও তিনি ভারতে গিয়েছিলেন। ২০১৪ ও ২০১৮ সালের মতো অবস্থা এখন আর নেই।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইতিমধ্যে দেশের বিরোধী দলগুলোর মধ্যে একটি ঐক্য হয়েছে। ঐক্যটি হলো এ সরকারের অধীন তারা নির্বাচনে যাবে না। বৃহৎ ঐক্য গড়তে প্রথম দফায় একবার আলোচনা হয়েছে। দ্বিতীয় দফায় আলোচনা করবে বলে তিন মাস হয়ে গেছে। মান্না বলেন, দ্বিতীয় দফা আলোচনা হবে বলে অনেক সময় গড়ালেও হতাশ নই। ঐক্য হবে আশা করি। ঐক্য হওয়ার পর ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামব, এই আশায় বসে আছি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, অতীতে কোনো দলের কী ভূমিকা ছিল, এটা পর্যালোচনা করার সময় নেই। বর্তমান দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে নেমে পড়তে হবে। এটাই জামায়াতের অঙ্গীকার। দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। যোগাযোগ আরো বাড়াতে হবে। সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৪