আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উদ্দোক্তার আয়োজনে নকশীকাঁথা ফাউন্ডেশনের পক্ষথেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন মহোদয় কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্তকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়ছে ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ২০২২ ইং। বিকেল ৩ ঘটিকার সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন মহোদয়ের অফিস কক্ষে এ সম্মননা প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা মাননীয় নির্বাহী কর্মকর্তাকে প্রদান করেন, নকশীকাঁথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেসমিন হোসেন জুই, জাতীয় মহিলা পার্টি জেপির ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় সেরা নারী উদোক্তা মেলা অর্গানাইজার,জাহানারা আরজু আরো উপস্থিত ছিলেন নারী উদ্দোক্তা মৌলভীবাজার জেলার প্রতিনিধি মিতালি দাস,শ্রীমঙ্গলের রিনা সরকার, খন্দকার মেগলা,নুসরাত, মালা কৈরী সহ ভিবিন্ন সংগঠনের নারী উদ্দোক্তা প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮