ডেস্কনিউজঃ পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে সাইদুর প্রামাণিক (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
সাইদুর হেমায়েতপুর ইউনিয়নের চর প্রতাপুর কাবলিপাড়ার মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর শাখা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বলে নিশ্চিত করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন।
পুলিশ জানায়, জুমার নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সাথে নিয়ে বসে ছিলেন সাইদুর। এ সময় দুর্বৃত্তরা তাদের ঘিরে ধরে। ভয়ে তার সাথীরা দৌড় দিয়ে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে চলে যায়। জুমার নামাজ শেষে মুসল্লিরা গুলির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যান। মৃত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, ‘দুপুর ১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
কিউএনবি/বিপুল/০৯.০৯.২০২২/ সন্ধ্যা ৭.২৬