জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দিঘীনালার বোয়াল খালী ইউনিয়নের রশিক নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ মাদক ব্যবসায়ী চিত্তিশ চাকমা (৪০) ও অর্পূন চাকমা (২২) কে আটক করেছে থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৭ সেপ্টেম্বর ২০২২ইং) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিঘীনালা থানা পুলিশের সহযোগিতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে বোয়ালখালী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড রশিক নগর সোবাহান কবিরাজের বাড়ির পূব পাশের রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি চিত্তিশ চাকমা (৪০) ও অর্পূন চাকমা (২২) কে গ্রেপ্তার করা হয়।
আটককৃত চিত্তিশ চাকমা (৪০) মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকার মৃত নীল বরণ চাকমার ছেলে,অর্পূন চাকমা (২২) মেরুং ইউনিয়নের একই গ্রামের ললিত চন্দ্র চাকমার ছেলে।খাগড়াছড়ি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক মো:জাকির হোসেন বাদি হয়ে দিঘীনালা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাখিল করেছেন।দিঘীনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:পেয়ার আহমেদ বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১)সারনির ১৯ ক ধারায় মামলা রুজু হয়েছে আসামীদের কোটে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/বিকাল ৩.৪৭