স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে নিউজিল্যান্ড। ক্যাজালি’স স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে অজিদের আটকে দিয়েছে ১৯৫ রানে। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির বোলিং তোপে মাত্র ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। সাজঘরে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (০), ডেভিড ওয়ার্নার (৫), মার্নাস লাবুশানে (৫) ও মার্কাস স্টয়নিস (০)।
দলীয় ৫৪ রানে ফেরেন ১২ রান করা অ্যালেক্স ক্যারি। একপ্রান্ত আগলে রেখে খেলেন স্টিভেন স্মিথ। ম্যাক্সওয়েল করেন ৫০ বলে ২৫, শন অ্যাবট আউট হন ৭ রানে। দলীয় ১১৭ রানের মাথায় অষ্টম ব্যাটার হিসেবে আউট হন স্মিথ। ৯৪ বলে একটি ছক্কা ও ৫টি চারে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। নবম উইকেটে ৩১ রান যোগ করেন অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক। এরপর ১৬ রানে ফেরেন জাম্পা। ৪৪ ওভারে ১৪৮ রানে ৯ উইকেট হারালেও অলআউট হয়নি অস্ট্রেলিয়া। শেষ উইকেটে শেষ ৬ ওভারে ৪৭ রান তুলেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৫ রান।
স্টার্ক ৩৮ ও হ্যাজেলউড ২৩ রানে অপরাজিত থাকেন। বোল্ট ৩৮ রানে চার উইকেট নেন। ৩৩ রানে তিন উইকেট পান ম্যাট হেনরি। একটি করে উইকেট পান টিম সাউদি ও মিচেল স্যান্টনার। উল্লেখ্য যে, প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮