স্পোর্টস ডেসন্ক : এশিয়া কাপের মঞ্চে আজ রবিবার ভারত-পাকিস্তান মহারণ। এই দুই দলের ক্রিকেট লড়াই সবসময়ই রোমাঞ্চের উপলক্ষ্য নিয়ে আসে। উপমহাদেশ তো বটেই গোটা বিশ্বের ক্রিকেট অনুসারীরা আয়োজন করে টেলিভিশন সেটের সামনে বসেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক ১০ মাস পর মুখোমুখি হচ্ছে দুই দল।বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। এবার দেখে নেওয়া যাক, হাইভোল্টেজ ম্যাচে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
কোহলি-বাবর
ভারত-পাকিস্তানের ম্যাচে সবার নজর থাকবে বিরাট কোহলি এবং বাবর আজমের ওপর। কোহলি ম্যাচের আগেই বলেছেন, তিন ফরম্যাটেই হয়তো বাবর এখন বিশ্বের সেরা ব্যাটারদের একজন। এই আসনে একটা দীর্ঘ সময় ছিলেন বিরাট কোহলি, কিন্তু গত তিন বছরে কোহলির পড়তি ফর্ম এবং বাবরের ব্যাটিং দক্ষতার উন্নতি বাবরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দৌড়ে। এখন বাবর আজম টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ব্যাটারদের র্যাংকিংয়ের এক নম্বর ব্যাটার, টেস্ট ফরম্যাটেও আছেন সেরা তিনে। তবে বিশেষজ্ঞদের মতে, কোহলির ফর্মে ফেরার জন্য একটি মাত্র ভালো ইনিংস প্রয়োজন।
একাদশ নির্বাচন
দুই দলেরই একই সমস্যা- টপ অর্ডার সেট হতে কিছুটা হলেও সময় নেয়, পাকিস্তানের টপ অর্ডারের স্ট্রাইক রেট সুনির্দিষ্ট করে বললে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট ১৩০ এর নিচে। তবে বাবর-রিজওয়ান জুটিকে পাকিস্তান কাজে লাগাতে পারবে, যদি তারা আগে বোলিং করে ভারতকে ১৫০-১৬০ এর মধ্যে ধরে রাখতে পারে। আর ভারতের দলের মূল প্রশ্ন থাকবে, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলির পরে যারা আরও দ্রুত ব্যাট চালাতে পারেন তারা কি যথেষ্ট সময় পাবেন। তাই এই দুই দলের একাদশ নির্বাচন এবং ব্যাটিং লাইন আপ ঠিক করাটা খুবই গুরুত্ব পাবে। পাকিস্তানেরও যারা দ্রুত রান তুলতে পারেন তারা মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন। আসিফ আলি, শাদাব খানের মতো ব্যাটারদের ছোট ছোট ক্যামিও ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে।
অল-রাউন্ডারদের লড়াই
টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের সময়মতো ব্যবহার করার গুরুত্ব অনেক বেশি। খুব অল্প সময় লাগে এই ধরনের ক্রিকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। এসব ক্ষেত্রে ভারতের হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা ও অন্যদিকে শাদাব খান মোহাম্মদ নাওয়াজরা কেমন করেন এই লড়াইটা ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। হার্দিক পান্ডিয়া সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। তার নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্স শিরোপা জিতেছে। জাদেজা ও পান্ডিয়ার জুটি যে কোনো বোলিং লাইন আপের জন্য ভীতিকর। ওদিকে শাদাব খান পাকিস্তানের একমাত্র ব্যাটার, স্পিন বোলিংয়ের বিপক্ষে যার স্ট্রাইক রেট ১৩০ এর বেশি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঝের ওভারগুলোতে রানের চাকা সচল রাখাটা গুরুত্বপূর্ণ।
বুমরাহ-আফ্রিদির অভাব
ভারতের এশিয়া কাপের দল ঘোষণার আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। আর কিছুদিন আগে নেদারল্যান্ডস সফরে গিয়ে ফিল্ডিং অনুশীলনের সময় চোট পেয়ে এশিয়া কাপের দল থেকে ছিটকে যান পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। দুই দলের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তাই লোকেশ রাহুলকে প্রশ্ন করা হয় শাহীন শাহ আফ্রিদির না থাকা ভারতের জন্য স্বস্তির কি না। রাহুল বলেন, ‘তার মতো একজন পেসার না থাকা আমাদের জন্য অবশ্যই ভালো। কিন্তু সামনে বিশ্বকাপ, শাহীনের বল খেলতে পারলে আমাদের জন্য ভালো প্রস্তুতি হতো। ‘ অন্যদিকে শাহীন শাহ আফ্রিদির না থাকা নিয়ে বাবর আজম দলকে শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলছেন, ‘পাকিস্তান একজনের ওপর নির্ভরশীল দল না, শাহীনের জায়গায় যেই খেলবেন তার মনে রাখতে হবে তিনি পাকিস্তানের হয়ে খেলবেন। ‘
পাকিস্তান আত্মবিশ্বাসী, ভারত নতুনত্বে বিশ্বাসী
পাকিস্তান ভারতের বিপক্ষে এর আগের দেখায় জয় পেয়েছিল, যেটা ছিল বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এই জয়টা পাকিস্তানের দলটিকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল। তবে এবার বাবর আজম বলছেন, ‘পাকিস্তানের জন্য ওই ম্যাচটা এখন অতীত। পুরোপুরি নতুন একটা ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের আগে বড় কথা না বলে মাঠে প্রমাণ করতে চাই আমরা। ‘ ওদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মাও অতীত ভুলে সামনের দিকে দৃষ্টি দিচ্ছেন।
-বিবিসি বাংলা অবলম্বনে।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫