বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি জমি থেকে শনিবার সকালে এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর শরীরের বিভিন্নস্থানে কাঁদা মাখা। তবে বিকেল নাগাদ তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পক্ষ থেকে ওই নারীর আঙ্গুলের ছাপ নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) ইব্রাহিম আখন্দ জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪