স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের শেষ চার আসরের মধ্যে তিনবারই ফাইনাল খেলেছে টাইগাররা। কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেননি একবারও। তিনবার রানারআপ হওয়ার গ্লানি নিয়েই ঘরে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ২ রানে হারের পর সাকিব আল হাসানের সেই কান্নার দৃশ্য এখনো ঘুরপাক খায় সোশ্যাল মিডিয়ায়। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপ নিয়েও তেমন আশার বাণী শোনাননি সাকিব।
তবে নতুন দলের হাতে শিরোপা দেখতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। উল্লেখ্য, এখন পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসরে সবচেয়ে বেশি সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাঁচবার জিতেছে শ্রীলংকা ও দুবার পাকিস্তান। কিন্তু সাকিব চান, এবার নতুন কোনো দল এশিয়া কাপের শিরোপার স্বাদ উপভোগ করুক। টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেছেন, ‘ফাইনালে যে কোনো দলকে পেতেই ভালো লাগবে, যদি না আমরা ফাইনালিস্ট হই। আশা করছি এবার কোনো নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলংকা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে। ’
কুড়ি ওভারের ফরম্যাটের খেলায় যে কোনো দল জিততে পারে বলে মনে করিয়ে দিলেন সাকিব। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচ জেতাই প্রথম লক্ষ্য বলে জানালেন তিনি। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে কখন কি হয় তা তো বলা যায় না, সবসময়ই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। আমরা তাই নিশ্চিত করে বলতে পারি না— কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রত ছন্দ খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছি, সেটি হলে পরবর্তী সবই ইতিবাচক হবে আশা করছি। ’
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪