স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। বার্বাডোজের কেনসিংটন ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫০ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ২১২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
ওপেনার ফিন অ্যালেন ১১৭ বলে ৯৬ রান করেন। ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৪১ রান। মিচেল স্যান্টনার অপরাজিত থাকেন ২৬ রানে। উইন্ডিজের কেভিন সিনক্লেইর চার উইকেট নেন। এছাড়া জেসন হোল্ডারের শিকার তিন উইকেট। রান তাড়া করতে নেমে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বোলিং তোপে মাত্র ২৭ রানেই ৬ উইকেট হারায় উইন্ডিজ। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন আকিল হোসেন, ও ইয়ানিক কারিয়াহ। সপ্তম ও অষ্টম উইকেটে আসে আরও ৪৫ রান। তবে ৭২ রানে ৮ উইকেট হারিয়ে বড় হারের প্রহর গুনছিল ক্যারিবীয়রা। এমন সময় নামে বৃষ্টি, যা কমিয়ে দেয় ৯ ওভার।
৯ ওভার কমলেও, বৃষ্টি আইনে রান কমে মাত্র এক! অর্থাৎ ক্যারিবীয়দের সামনে ৪১ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ২১২ রানের। কারিয়াহের ৫২ ও জোসেফের ৪৯ রানের সৌজন্যে শেষ পর্যন্ত ১৬১ রান পর্যন্ত যেতে পারে উইন্ডিজ। নিউজিল্যান্ডের টিম সাউদি চারটি ও ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নেন।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০