অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়।দোয়া পরিচালনা করেন খেদাছড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মো:নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রহমত উল্ল্যা।স্বাগত বক্তব্য রাখেন বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো:নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:আব্দুল মজিদ,উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মো:রুহুল আমিন, উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সভাপতি মো:বাবুল আহমেদ,বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো:আমির হোসেন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো:আব্দুল রাজ্জাক বেলছড়ি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো:আবু হানিফ মাটিরাঙ্গা উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো:মেহেদী হাসান সহ বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যাকরেছে ১৯৭৫সালে ১৫ আগষ্ট জাতির পিতার জন্ম না হলে দেশে স্বাধীন হতো না। বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও, তার আদর্শ আছে, দর্শন আছে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তার স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের সকলের।তিনি আরো বলেন, বিএনপির কোন ষড়যন্ত্র আমাদের কে প্রতিহত করতে পারবেনা। আগামী সংসদ নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরার হাত কে শক্তিশালী করে খাগড়াছড়ি আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য আমরা সবাই কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:১৫