জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্বাসরোধ্য করে হাসান আলী নামে এক ব্যক্তি,র ক্ল-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে হত্যাকান্ডের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, নিহত হাসান আলীর মেয়ের জামাই কামরুল তার স্ত্রীকে মারধর করলে শ্বশুর জামাই কামরুলে বিরুদ্ধে মামলা করে পরে জামাই কিছুদিন জেলে ছিল।
প্রতিবেশীদের সাথে তার শ্বশুর হাসান আলীর বিরোধ ছিল এই বিরোধকে পূজিঁ করে জামাই কামমরুল অন্যদের প্ররোচনায় পূর্বপরিকল্পিতভাবে শ্বশুর হাসান আলীকে খাবারের সাথে অচেতন হওয়ার ঔষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। ১১ আগষ্ট রাতে সহযোগিদের সাথে নিয়ে বাড়ির পাশে শ্বাসরোধে হত্যা করে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন।এ ঘটনায় নিহত হাসান আলীর বড় ছেলে মাটিরাঙ্গা থানায় মামলা করে পরে কামরুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/সকাল ১০.৪৪