ডেস্কনিউজঃ মধ্য ইউক্রেনীয় ক্রোপিভনিতস্কি শহরে বৃহস্পতিবার (২৮ জুলাই) একটি ‘ফ্লাইট স্কুলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ জন। আঞ্চলিক গভর্নর এই তথ্য জানান।
তিনি জানান, স্থানীয় সময় সাড়ে ১২ টার দিকে মধ্য ইউক্রেনীয় শহরে বিমান রাখার স্থানে দুইটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আহতদের চিকিৎসা চলছে তবে তাদের অবস্থা গুরুতর নয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
কিউএনবি/বিপুল/২৮.০৭.২০২২/রাত ১০.৪৪