ডেস্কনিউজঃ দেশে ডলার সংকট তৈরি হওয়ায় প্রতিনিয়তই বাড়ছে দাম। মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৭ বিলিয়ন ডলার সাপোর্ট দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবারও ব্যাংকগুলোর কাছে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৯ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলার রাখা হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা দরে।
এদিকে, রিজার্ভ থেকে ডলার বিক্রি করায় দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯৪৯ কোটি (৩৯ দশমিক ৪৯ বিলিয়ন) ডলারে। বৈদেশিক মুদ্রার এ রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের কাছে ডলার বিক্রি করেছে ৯৪ টাকা ৭৫ পয়সা থেকে ৯৪ টাকার মধ্যে। তবে দাম এখনো চড়াই রয়েছে খোলাবাজারে। বুধবার ১১০ টাকায় বিক্রি হয়েছে এক্সচেঞ্জ হাউসগুলোতে।
ডলার সংকট নিয়ে বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের মাধ্যমেই ডলারের মূল চাহিদা পূরণ হবে। ডলারের দাম নিয়ে নানা উদ্যোগ নিলেও কাজ হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অপেক্ষা করতে হবে, কাজ হবে।
কিউএনবি/বিপুল/২৮.০৭.২০২২/রাত ১০.৩৬