সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ না পেয়ে গত বছরের ২৩শে ডিসেম্বর আখাউড়া থানায় একটি জিডি এন্ট্রি করা হয়, জিডি নং ১৩৫৬। খোঁজ নিয়ে জানা গেছে, রাসেল মিয়া ও তার বড় ভাইকে বিদেশে পাঠাতে রাসেলের নিজ একাউন্টে তার বাবা জমি বিক্রি করে কিছু টাকা জমা রেখে ছিল, সেখান থেকে তার মেডিক্যাল করার জন্য খরচের টাকা তুলতে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ ছেলে রাসেল মিয়ার খোঁজ খবর না পেয়ে তার বৃদ্ধ মা বাবা হতাশা আর দুশ্চিন্তায় অসুস্থ হয়ে কোনরকম দিনাতিপাত করছে।
নিখোঁজ রাসেলের বাক-প্রতিবন্ধী ছোট ভাই ও তাদের বাড়িতে থাকা ছোট্ট ভাগ্নীও পথ চেয়ে বসে আছেন কখন তাদের প্রিয় ভাই ও মামা বাড়িতে ফিরে আসবেন প্রতিবেদকের সঙ্গে তার পরিবারের লোকজনের কথা হলে তারা জানান, নিখোঁজ রাসেলের সন্ধান পেতে তারা সর্ব মহলের সহযোগিতা কামনা করেন। যদি কোন হৃদয় বান ব্যক্তি নিখোঁজ রাসেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার পরিবারের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি, মোবাইল নাম্বারঃ-
01798082669****।
কিউএনবি/অনিমা/২৫.০৭.২০২২/দুপুর ১২.৫৫