শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে পোনা মাছ অবমুক্ত ও  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১১১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে খাগড়াছড়িতে  এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের   আয়োজনে সপ্তাহ ব্যাপি এই মৎস্য সপ্তাহ-২০২২ এর আনুষ্টানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী  বিষয়ক টান্সর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা এমপি। 

রবিবার (২৪ জুলাই) দুপুরের দিকে জেলা মৎস্য অফিস  থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কের লেকে   মাছের পোনা  অবমুক্ত করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,র  সভাপতিত্বে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথির   বক্তব্যে,ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী  বিষয়ক টান্সর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা এমপি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  স্বাধীন দেশের জনগণের পুষ্টি চাহিদা পুরণ, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হিসেবে মৎস্যখাতকে চিহ্নিত করেছিলেন। আওয়ামী লীগ সরকার সকলের অংশগ্রহণে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ সর্বজনবিদিত।

মৎস্য ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে নিরাপদ এবং স্বাস্থ্যকর মৎস্য পণ্য নিশ্চিত করতে আমাদের সরকার বদ্ধপরিকর। সুস্থ-সবল ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ আমিষের অবদান অনস্বীকার্য। এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেএম এইচ এরশাদ, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো:বশিরুল হক  ভূঞা,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  টিটোন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় এিপুরা,জেলা মৎস্য কর্মকর্তা ড.মঈন উদ্দিন আহমদ,পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো:সাইফুল্লাহ মাহমুদ, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী   সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী  বিষয়ক টান্সর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা এমপি  ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,জেলার শ্রেষ্ট মৎস্যচাষীদের হাতে পুরুস্কার ও ক্রেষ্ট তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit