তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি শহরের ভিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য নিয়ে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, মৎস্য খামার ব্যাবস্থাপক গোপাল চন্দ্র দাশ প্রমুখ। আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষি (পাবদা মাছ) হিসেবে মো. আরেফিন রহমান কে সম্মাননা প্রদান করা হয়।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩