স্পোর্টস ডেস্ক : মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
এবার সেই প্রসঙ্গ টেনে বিস্ফোরক এক দাবি করেছেন ভারতের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী।
তার মতে, স্টোকসের পথে হাঁটতে চলেছেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে বিশ্বকাপের পরেই এই ফরম্যাট থেকে অবসর নেবেন এ ভারতীয় অলরাউন্ডার।
শাস্ত্রী বলেছেন, ওয়ানডে ক্রিকেট থেকে ধীরে ধীরে ক্রিকেটারদের উৎসাহ হারাচ্ছে। এখন থেকেই ক্রিকেটাররা নির্দিষ্ট ফরম্যাট বেছে নিচ্ছেন। হার্দিককেই দেখুন। টি-টোয়েন্টি ছাড়া অন্য ফরম্যাটে সে খেলতে চায় না। আগামী বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হবে। হয়তো হার্দিক সেই আসরে খেলবে। তার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে পারে সে। কারণ তার পূর্ণ অধিকার রয়েছে নিজের পছন্দের ফরম্যাটে খেলার।
শাস্ত্রীর মতে, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় দ্বিপক্ষীয় সিরিজের গুরুত্ব কমে যাচ্ছে। ক্রিকেটাররা এখন টি-টোয়েন্টি খেলার দিকে বেশি ঝুঁকছে।
আর সে কারণেই টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করা পেস-অলরাউন্ডার হার্দিক ওয়ানডে ফরম্যাট থেকে অবসরে যাবেন বলে মনে করেন রবি শাস্ত্রী।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২