শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারের শেখ ম্যানশনে বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেডের ২৩তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২০ জুলাই বুধবার বেলা ১টায় উপ-শাখা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট শাখার ব্যবস্থাপক এফএভিপি মুহিতুর রহমানের সঞ্চালনায় সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী বলেন, অত্র ব্যাংক সমাজ উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের নানান সুবিধায় সেবা দিয়ে যাচ্ছে। খুব শিঘ্রই অত্র ব্যাংক ইসলামী ব্যাংকিং সুবিধায় গ্রাহকদের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, এ ব্যাংকের অনলাইন সেবায় গ্রাহকদের কাছ থেকে কোন প্রকার চার্জ নেয়া হয় না। ৫ লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি ছাড়াই পেশাদার মুদির দোকানদারদের জন্য ঋণ সুবিধা সহ অন্যান্য খাতে আরো উচ্চ ঋণ সুবিধা গ্রাহকদের দেয়া হচ্ছে। তিনি জালালপুরে ব্যাংকের উপশাখার অধিনে একটি এটিএম বুথ স্থাপনের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমুয়ন বখতিয়ার এফসিএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ রেজাউল করিম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়েছ আহমদ, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল মল্লিক মানিক মিয়া, ব্যাংকের জালালপুর বাজার উপশাখা ইনচার্জ আরাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী সহ অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উপ-শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পরে দোয়া পরিচালনা করেন মাওলানা শায়েখ আহমদ।
এর আগে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রবিরবাজারে ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলে হোটেল গ্র্যান্ড সুলতানে ব্যাংকের সিলেট জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ জুলাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট শাখার অধিনে রাণীগাঁওয়ে ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। এছাড়াও শায়েস্তাগঞ্জে ব্যাংকের উপ-শাখা ও স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে ব্যাংকের একটি কালেশন বুথ উদ্বোধন করা হয়।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫